Text size A A A
Color C C C C
পাতা

প্রকল্প

ল্পের নাম

প্রকল্পের কাজের বিবরণ

মানব উন্নয়নেরজন্য স্বাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-১

 

মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)

 

১১-৪৫ বছর বয়সের নব্য স্বাক্ষরদের ৩ মাসের দক্ষতা বৃদ্ধি ও ৬ মাসের আত্নকর্মসংসহান মুলক প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে মানব সম্পদে পরিনত করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক নির্বাচিত বে-সরকারী সংসহার মাধ্যমে প্রকল্প ভুক্ত ০৯টি উপজেলায় সহাপিত কেন্দ্রসমুহে  উক্ত সেবা পাওয়া যাবে। নতুন প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

 

 

খুব শিঘ্রই মৌলিক সাক্ষরতা কর্মসূচী  (৬৪ জেলা ) পাবনা জেলার ০৪টি উপজেলা  ( বেড়া, ফরিদপুর, সাঁথিয়া ও সুজানগর) চালু হতে যাচ্ছে। ইতোমধ্যে এনজিও নির্বাচন সমাপ্ত হয়েছে। পাবনা জেলায় ১ম পর্যায়ে বেড়া উপজেলায় অনন্য বেসরকারী সংস্থা ও ফরিদপুর উপজেলায় প্রত্যাশা বেসরকারী সংস্থা সাক্ষরতা কর্মসূচী বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। ২য় পর্যায়ে সুজানগর উপজেলায় অনন্য বেসরকারী সংস্থা ও সাঁর্থিয়া  উপজেলায় দিগন্ত সমাজ কল্যাণ সমিতি বাস্তবায়নের দায়িত্ব পাবে। ইতেমধ্যে বেড়া ও ফরিদপুর উপজেলায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক সাক্ষরতা কর্মসূচী (৬৪ জেলা ) এর অধীনে ১ জন করে কর্মকর্তা ( উপজেলা প্রোগ্রাম অফিসার) ও ১ জন করে অফিস সহায়ক ( এম,এল ,এস, এস) যোগদান করেছেন। প্রথমে বেড়া ও ফরিদপুর উপজেলায় নিরক্ষর  নারী পুরুষ (১৫-৪৫ বছর পর্যন্ত ) জরিপ কার্য সম্পাদন করা হবে। নিরক্ষর শিক্ষার্থীর উপর ভিত্তি করে মৌলিক সাক্ষরতা কর্মসূচী(৬৪ জেলা) চালু করা হবে।

বর্তমানে জেলায় বেড়া ও ফরিদপুর উপজেলায় ১ জন করে উপজেলা প্রোগ্রাম অফিসার ও ১জন করে অফিস সহায়ক( এম,এল,এস,এস ) যোগদান করেছেন।  অতি শিঘ্রই প্রকল্পে কার্যক্রম শুরু হবে।  বিভিন্র কার্যক্রম শুরু হলে যথাসময়ে Web Portal-এ সংযুক্ত করা হবে।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)